এশিয়া কাপের চলতি আসরে গ্রুপ পর্বের তিন ম্যাচেই কোনো রান না করে আউট হয়েছেন পাকিস্তানি ওপেনার সাইম আইয়ুব। টানা তিন শূন্যতে হ্যটট্রিক ডাকের বিব্রতকর রেকর্ডে নাম লিখিয়েছেন এই তরুণ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ষষ্ঠ ওপেনার হিসেবে হ্যাটট্রিক ডাক মারলেন সাইম। তার আগে আরও পাঁচ ওপেনার এই রেকর্ডে নাম লিখিয়েছেন। অবশ্য টেস্টে খেলুড়ে দেশের মধ্যে সাইম দ্বিতীয়।
এশিয়া কাপের চলতি আসরে পাকিস্তানের হয়ে ওপেনিং করতে নেমে প্রথম দুই ম্যাচে প্রথম বলেই সাজঘরে ফেরেন আইয়ুব। যেটাকে বলা হয় ‘গোল্ডেন ডাক’। বুধবার (১৭ সেপ্টেম্বর) পাকিস্তানের তৃতীয় ম্যাচটিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম বলটি সফলভাবে উতরে গেলেও দ্বিতীয় বলে থার্ডম্যানে ক্যাচ দিয়ে ‘সিলভার ডাক’ মারেন তিনি। এ নিয়ে ৪২ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৮ ম্যাচেই শূন্য রানে আউট হলেন তিনি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা তিন ইনিংসে ওপেন করে শূন্য রানে আউট হওয়া ছয় ব্যাটারের প্রথমজন সাইমেরই স্বদেশী মোহাম্মদ হাফিজ। ২০১২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচে ও ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে ইনিংস শুরু করতে নেমে টানা শূন্যতে সাজঘরে ফেরেন তিনি। এই তালিকায় বাকি চারজন রোয়ান্ডার ইমানুয়েল সাবেরিম, নেপালের কুশাল ভুর্টেল, থাইল্যান্ডের চালোয়েমওং চাটফাইসান ও আর্নাভ মানোজ।
সব পজিশন মিলিয়ে মোট ৫৬ জন ক্রিকেটার টানা তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শূন্য রানে ফিরেছেন। তাদের মধ্যে একমাত্র ব্যাটার হিসেবে দুই দফায় এমন ‘হ্যাটট্রিক’ করেছেন শ্রীলঙ্কার দাসুন শানাকা। সব পজিশন মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা চার ইনিংসে শূন্যতে বিদায় নেওয়ার রেকর্ডে আছেন চারজন। এখানেও প্রথমেই আছেন সাবেক পাকিস্তানি ওপেনার আবদুল্লাহ শফিক। বাকি তিনজন হলেন- হংকংয়ের আনাস খান, তুরস্কের জাফার দুরমুজ ও আইভরি কোস্টের ওউটারা জাকারিজা।
সাইমের বিব্রতকর রেকর্ডের দিনে অবশ্য জিতেছে তার দল। শাহিন শাহ আফ্রিদির অলরাউন্ড নৈপুণ্যে সংযুক্ত আরব আমিরাতকে ৪১ রানে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে পাকিস্তান। ‘এ’ গ্রুপ থেকে সেরা চারে জায়গা করে নিয়েছে ভারতও। এই দুই দলের মহারণে নামবে ২১ সেপ্টেম্বর।

