প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের স্ত্রীর কর্মসংস্থানের ব্যবস্থা করবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সেনাসদরের মাল্টিপারপাস কমপ্লেক্সে বিওএ’র সভাপতি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিওএ’র কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জিয়া ২০০৫ সালে বাংলাদেশি দাবাড়ুদের মধ্যে সর্বোচ্চ ফিদে রেটিং অর্জন করেছিলেন (২৫৭০)। গ্র্যান্ডমাস্টার জিয়া গত বছর ৫ জুলাই খেলতে খেলতে মৃত্যুর কোলে ঢলে পড়েন। জিয়াউর রহমান ভালোবেসে লাবণ্য রহমানকে বিয়ে করেন।

২০২২ সালে জিয়া ৪৪তম দাবা অলিম্পিয়াডে ছেলে দাবাড়ু তাহসিন তাজওয়ার জিয়াকে সঙ্গে নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। সেটিই জাতীয় দাবা দলে প্রথম পিতা-পুত্র জুটি।

বিওএ’র নির্বাচনের তারিখ নির্ধারণে বিশেষ সাধারণ সভা

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাচনের তারিখ নির্ধারণের জন্য বিশেষ সাধারণ সভার (ইজিএম) আয়োজন করা হবে। বুধবার সেনাসদরের মাল্টিপারপাস কমপ্লেক্সে বিওএ’র সভাপতি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিওএ’র কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বিওএ’র উপমহাসচিব আশিকুর রহমান বলেন, ‘নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে যে, ইজিএমে বিওএ’র নির্বাচনের তারিখ ঠিক হবে।’

Share.
Leave A Reply